ঢাকা: নরসিংদী সদর থানার আলোকবালি গ্রামের একটি বাসায় বোমা বিস্ফোরণে ৮ জন আহত হয়েছে। এরমধ্যে ৫ জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তিনজনকে রাত ১টার দিকে ঢামেকে আনা হয়। এদের সারা শরীরে বোমার স্প্রিন্টারের আঘাত রয়েছে।
ঢামেকে চিকিৎসাধীন তিনজন হলেন জুয়েল (৩৫), তবু মিয়া (২৫) ও নাইম (২৪)। অন্যদিকে নরসিংদীতে চিকিৎসাধীনরা হলেন-জলিল, কাওসার, হানিফা, বেদন ও সুমন।
আহত জুয়েলের ভাই মাজহারুল জানান, সন্ধ্যায় তারা আলোকবালি গ্রামের একটি ঘরে বসে তাস খেলছিল। এরপর কী ঘটেছে তা আমার জানা নেই।
নরসিংদী জেলা পুলিশ লাইনের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সালাম জানান, তিনজনের অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের চিকিৎসার জন্য ঢামেকে আনা হয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেননি।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজেডএস/এসএইচ