কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় অজ্ঞাতপরিচয় (৩২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ অক্টোবর) রাতে উপজেলার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি পূর্বপাড়া গ্রামের ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে স্থানীয়রা অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় যায়।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, সোমবার (৩১ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এনটি/এসএইচ