যশোর: যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল গ্রামে মমতাজ বেগম (২৬) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে স্বামী সুজন।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটায়।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাফর আহমেদ বাংলানিউজকে জানান, সপ্তাহখানেক আগে মমতাজের সঙ্গে সুজনের বিয়ে হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় সুজন মমতাজকে গলাকেটে হত্যা করে। এ ঘটনার পর থেকে সুজন পলাতক রয়েছেন।
মমতাজের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এনটি/এসএইচ