বগুড়া: বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী বৃহস্পতিবার (০৩ নভেম্বর) জেল হত্যা দিবস পালনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) রাত সোয়া ৮টায় জেলা আওয়ামী লীগের উপ-দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন সকাল ৭টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এসএনএস