রাজশাহী: রাজশাহী মহানগরীর ষষ্ঠীতলা এলাকায় চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ওই নির্মাণ শ্রমিককে আটক করে বোয়ালিয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক জাহাঙ্গীর রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, ষষ্ঠীতলা এলাকায় একটি ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন জাহাঙ্গীর। এদিন বিকেল ৫টার দিকে ওই ভবনের পাশে খেলা করছিল দুই শিশু। জাহাঙ্গীর চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ওই দুই শিশুকে নির্মাণাধীন ভবনের একটি কক্ষে নিয়ে যান। এরপর তিনি এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন।
এসময় অন্য শিশু পালিয়ে গিয়ে বাসায় খবর দেয়। পরে ওই শিশুর পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জাহাঙ্গীরকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই শিশুর বাবা ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা করবেন বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসএস/আরআইএস/এসএনএস