বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) মো. আব্দুল জলিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার হোসেন রানা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল হক কাশেম, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফোরামের কোষাধ্যক্ষ নাজির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বকুল হোসেন, সদস্য মাহফুজা বেগম, কামরুল হাসান সবুজ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের নেতা আনিছুর রহমান, মখলেছুর রহমান, মোজাম্মেল হক, মোকবুল হোসেন, নিকুঞ্জ কুমার, লিটন কুমার, মাহবুর রহমান বিপুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমবিএইচ/এএটি/টিআই