ঢাকা: রাজধানীর শাহাজানপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির নির্যাতিত ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন তার স্বজনরা।
রোববার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে শাহাজানপুর থানার শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির স্বজনরা জানান, স্থানীয় একটি বাসা থেকে আরবি পড়ে বাসায় ফেরার পথে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি তাকে জোর করে একটি বাসায় নিয়ে ধর্ষণ করে। কান্না করতে করতে ওই শিশু বাসায় গিয়ে বিষয়টি জানায়।
পরে রাত ৮টার দিকে চিকিৎসার জন্যে শিশুটি ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বাংলানিউজকে জানান, বিষয়টি শুনেছি। খতিয়ে দেখে জড়িতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমএ/