ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হেলাল হাফিজের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, অক্টোবর ৩০, ২০১৬
হেলাল হাফিজের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: চক্ষুরোগে (গ্লুকোমা) আক্রান্ত কবি হেলাল হাফিজের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষা‍ৎ করতে যান কবি।

সাক্ষাতে আলাপের পর তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

বিষয়টি বাংলানিউজকে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির।  

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ করেন হেলাল হাফিজ। এসময় কবির স্বাস্থ্যের অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। সাক্ষাতে প্রধানমন্ত্রীকে নিজের দু’টি কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ এবং ‘কবিতা ৭১’ উপহার দেন।

আসিফ কবির জানান, পৌনে এক ঘণ্টার সাক্ষাতে প্রধানমন্ত্রীকে নিজের কবিতা আবৃত্তি করেও শোনান হেলাল হাফিজ। এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডা. নুজহাত চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমইউএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ