বেনাপোল (যশোর): যশোরে মাঠ পর্যায়ে সাংবাদিকতায় গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) দুপুর ২টায় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা’র মিলনায়তনে নিউজ নেটওয়ার্কের আয়াজনে ও ইউনাইডেট নেশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) আর্থিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সম্পাদক শহিদুজ্জামান, প্রোগ্রাম অফিসার রেজাউল করিম, স্থানীয় সমন্বয়কারী সাংবাদিক ফারাজি সাঈদ আহম্মেদ বুলবুল।
কর্মশালায় যশোরের জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে ২০ জন সাংবাদিক অংশ নেয়।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এজেডএইচ/এসআর