চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দামুড়হুদা উপজেলার কোষাঘাটা এলাকায় বাসচাপায় নুরুজ্জামান (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
রোববার (৩০ অক্টেবার) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া গ্রামের জবেদ আলীর ছেলে এবং চুয়াডাঙ্গা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নুরুজ্জামান দামুড়হুদা থেকে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। পথে কোষাঘাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাগুরায় পৌঁছে তার মৃত্যু হয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরএ