ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রংপুরে দুই ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১০, অক্টোবর ২৪, ২০১৬
রংপুরে দুই ছিনতাইকারী গ্রেফতার

রংপুর: রংপুরের মর্ডান মোড় এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (২৪ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে মর্ডান মোড় এলাকায় ছিনতাই করার সময় তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের মিলন পাড়া এলাকার মো. হৃদয় ইসলাম ও শামিম রোজা।

বিষয়টি বাংলানিউজকে জানান, রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) সাইফুর রহমান।

তিনি জানান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মর্ডান মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  

সোমবার (২৪ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাদের রংপুর কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।