ঢাকা: কুমিল্লার দাউদকান্দি পৌরসভার সাবেক মেয়র আব্দুর সত্তারকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের দাবি, রোববার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সদরের নিজ বাসা থেকে তাকে ধরে নিয়ে যায় পাঁচ/ছয়জন কালো পোশাকধারী।
আব্দুর সত্তারের স্ত্রী আয়শা বেগম স্বপ্না বাংলানিউজকে বলেন, র্যাবের একটি গাড়িতে পাঁচ/ছয়জন কালো পোশাকধারী ব্যক্তি আমার স্বামীকে ধরে নিয়ে যায়।
এ বিষয়ে কুমিল্লা র্যাব-১১ এর কমান্ডর মেজর মোস্তাফা কায়জার জানান, আমরা এ ধরনের কোনো অভিযান পরিচালনা করিনি।
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ওএইচ/আরএইচএস