ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘তনু হত্যা মামলার তদন্ত ঠিক গতিতে চলছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, অক্টোবর ২৩, ২০১৬
‘তনু হত্যা মামলার তদন্ত ঠিক গতিতে চলছে’ ছবি: শাকিল আহমেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তনু হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে পুলিশের অপরাধ তথ্য বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আবদুল
কাহার আকন্দ বলেছেন, মামলার তদন্ত ঠিক গতিতে চলছে। পূর্ণাঙ্গ ফলাফল পেতে হয়তো সময় লাগবে।



সিআইডির সদর দফতরে রোববার (২৩ অক্টোবর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক সময় তনুর বাবা-মা গণমাধ্যমে অভিযোগ করেন মামলার তদন্ত হচ্ছে না- বিষয়টি সঠিক নয়। আমরা গণমাধ্যমে আসি না, তাই জানাতেও পারি না।

ফরেনসিক রিপোর্টে কি পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কথা বলার সময় এখনো হয়নি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
পিএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।