ঢাকা: ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ‘আর্মড ফোর্সেস ওয়্যার কোর্স’র একটি প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে।
রোববার (২৩ অক্টোবর) সকালে এনডিসি’র চিফ ইন্সট্রাকটর ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হকের নেতৃত্বে প্রতিনিধি হেডকোয়ার্টার্স দলটি পরিদর্শন করে।
প্রতিনিধিদলে আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের ৩৫ জন প্রশিক্ষণার্থী, ছয়জন ফ্যাকাল্টি মেম্বার এবং একজন স্টাফ অফিসারসহ মোট ৪২ জন কর্মকর্তা ছিলেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সঙ্গে প্রতিনিধিদলের প্রধান সাক্ষাৎ করেন। তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
এসময় আইজিপি বলেন, দেশের প্রয়োজন ও সংকটকালে পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা জনগণকে সঙ্গে নিয়ে একত্রে কাজ করে।
বাংলাদেশ পুলিশ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সম্প্রসারণ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
পরিদর্শন শেষে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় অবদান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয় প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন।
অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী প্রতিনিধিদলটিকে স্বাগত জানিয়ে বলেন, এ সফর পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
তিনি এ ধরনের সফরের আয়োজন করায় এনডিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে, প্রতিনিধিদলের পক্ষে লে. কর্নেল নাজমুস সাকিব সশস্ত্র বাহিনীর সদস্যদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান।
পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, এআইজি রখফার সুলতানা খানম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এসজেএ/আরআইএস/এসএনএস