ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাঙামাটির কাপ্তাই হ্রদে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, অক্টোবর ২৩, ২০১৬
রাঙামাটির কাপ্তাই হ্রদে যুবকের মরদেহ উদ্ধার

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলাধীন শিমুলতলী পুলিশ ক্যাম্প সংলগ্ন কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় বিনিময় চাকমা (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ অক্টোবর) সকাল ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিনিময় উপজেলার মরংছড়ি এলাকার বাসিন্দা কৃতিময়
চাকমার ছেলে।  

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিলু কান্তি বড়ুয়া জানান, সকালে হ্রদের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।  

মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
বিএসকে/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।