নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে উত্যক্ত করার দায়ে সোহাগ হোসেন (৩৫) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ফরহাদ আহমেদ এ দণ্ডাদেশ দেন।
ইউএনও খন্দকার ফরহাদ আহমেদ বাংলানিউজকে জানান, সোহাগ তার প্রতিবেশী এক গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে প্রায়ই উত্যক্ত করতেন। বিকেলে সোহাগ আপত্তিকর ভাষায় একটি চিঠি লিখে ওই গৃহবধূর বাড়ির সামনে রেখে আসেন। এরপর গৃহবধূর স্বজনরা সন্ধ্যায় থানায় সোহাগের নামে লিখিত অভিযোগ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোহগকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
বিএসকে