ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘জিনের বাদশা’র পেছনেও অনেকে রয়েছে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, অক্টোবর ২৩, ২০১৬
‘জিনের বাদশা’র পেছনেও অনেকে রয়েছে! ছবি: শাকিল আহমেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোবাইল ফোনে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা লুট করে নেওয়া চক্রের পেছনে থাকা নাটের গুরুদের পরিচয় পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তথ্য বিভাগ (সিআইডি)।

রোববার (২৩ অক্টোবর) সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রওশন আরা এসব কথা বলেন।



গাইবান্ধা থেকে গ্রেফতার প্রতারক চক্রের চার সদস্যদের সম্পর্কে বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আশরাফুল মন্ডল (৩৫), মাফুজ (১৮), আবু জাহিদ সিদ্দিকী ওরফে জাহিদ (৩৩) ও তাহাজ উদ্দিন।

রওশন আরা বলেন, গাইবান্ধায় অভিযান চালাতে গিয়ে দেখা গেছে, অনেক মানুষ ‘জিনের বাদশা’ পরিচয় শুনে প্রতারক চক্র যা বলে- সব কথা বিশ্বাস করেন। তদন্তে বেরিয়ে এসেছে, এই প্রতারক চক্রের সঙ্গে বড় বড় মানুষের যোগসূত্র রয়েছে। তবে তদন্তের স্বার্থে পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

রাজধানীর যাত্রাবাড়ীর এলাকার ওবায়দুর রহমান খান এবং তার স্ত্রী শিরিনা আক্তার ঝরনার কাছে থেকে বিকাশের মাধ্যমে ৮ দফায় ২২ লাখ ৮১ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। ওবায়দুর রহমানের দায়ের করা মামলার সূত্র ধরেই তদন্তে নামে সিআইডি।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
পিএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।