ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গঠনতন্ত্রে পদ বাড়লো ৮টি, ঘোষণাপত্রে ভিশন’২০৪১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, অক্টোবর ২৩, ২০১৬
গঠনতন্ত্রে পদ বাড়লো ৮টি, ঘোষণাপত্রে ভিশন’২০৪১

ঢাকা: ২০তম জাতীয় সম্মেলনে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রে ব্যাপক সংশোধনী এনেছে আওয়ামী লীগ। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গঠনতন্ত্র ও ঘোষণাপত্র যুগোপযোগী করা হয়েছে।

ভবিষ্যতের জন্য করণীয় নির্ধারণ করা হয়েছে’।

আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আকার ৭৩ থেকে বাড়িয়ে ৮১ সদস্যের করা হয়েছে গঠনতন্ত্রে। অন্যদিকে ৪৬ পৃষ্ঠার ঘোষণাপত্রে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে দলের ভিশন’২০৪১ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ও দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের শেষদিনের কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের সংশোধনী অনুমোদিত হয়।

গঠনতন্ত্রের প্রস্তাবিত সংশোধনী উত্থাপন করেন গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক দলের সম্পাদকমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি। ঘোষণাপত্রের প্রস্তাবিত সংশোধনী উত্থাপন করেন ঘোষণাপত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

পরে কাউন্সিল অধিবেশনের সভাপতি শেখ হাসিনার আহ্বানে কাউন্সিলররা সবাই দাঁড়িয়ে সমস্বরে হ্যাঁ বলে সমর্থন জানালে কণ্ঠভোটে এসব সংশোধনী অনুমোদিত হয়।     


এবারের সম্মেলনে গঠনতন্ত্রে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যপদ বাড়ানো হয়েছে ৮টি। ৮১ সদস্যের নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য ১৫ থেকে বাড়িয়ে ১৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ থেকে বাড়িয়ে ৪ জন, সাংগঠনিক সম্পাদক ৭ থেকে বাড়িয়ে ৮ জন এবং সদস্য পদে দু’টি পদ বাড়ানো হয়েছে। জেলা কমিটি বাড়িয়ে ৭৫ সদস্য, উপজেলা কমিটি ৭১ সদস্য, ইউনিয়ন কমিটি ৬৯ সদস্য ও ওয়ার্ড কমিটি ৫৫ সদস্যের করা হয়েছে।

এছাড়া যুদ্ধাপরাধী এবং ১৫ আগস্টের খুনিদের উত্তরাধিকারীরা কেউ আওয়ামী লীগের কোনো পর্যায়ের সদস্য হতে পারবেন না বলে একটি ধারা গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্দেশনা দিয়ে গঠনতন্ত্রে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড গঠনের কথা উল্লেখ করা হয়েছে। পদাধিকার বলে দলীয় সভাপতিকে সভাপতি ও সাধারণ সম্পাদককে সদস্য সচিব করে এ বোর্ড হবে ১৯ সদস্যবিশিষ্ট।

স্থানীয় সরকার নির্বাচনে প্রতিনিধি মনোনয়ন প্রক্রিয়াতে আরও বলা হয় তৃণমুল থেকে সর্বনিম্ন তিনজনকে মনোনিত করে পাঠাতে হবে। জেলা, উপজেলা ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এই ৬ জন প্রতিনিধিদের মনোনিত করে স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের কাছে পাঠাবেন।
গঠনতন্ত্রে ‘নির্বাচন পরিচালনা কমিশন’ শব্দের স্থলে ‘কাউন্সিল অধিবেশন নির্বাচন পরিচালনা কমিশন’ শব্দটি ব্যবহার করা হয়েছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলোর কার্যনির্বাহী কমিটির সব সদস্যই পরবর্তী জাতীয় সম্মেলন থেকে পদাধিকার বলে কাউন্সিলর হবেন।

এছাড়া দলের জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৭০ থেকে বাড়িয়ে ১৮০ করা হয়েছে। দলের জাতীয় সম্মেলনের কাউন্সিলর নির্বাচনের ক্ষেত্রে নতুন ধারা যুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মতো এর অধিনস্থ কমিটিগুলোর প্রত্যেকেই পদাধিকার বলে কাউন্সিল হবেন। অর্থাৎ আওয়ামী লীগের জেলা কার্যনির্বাহী সংসদ, উপজেলা কার্যনির্বাহী সংসদ, ইউনিয়ন কার্যনির্বাহী সংসদে যারা থাকবেন প্রত্যেকেই পদাধিকার বলে জাতীয় সম্মেলনের কাউন্সিলর হবেন।  

এদিকে দলের ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে চাই। এ লক্ষ্যে যা যা করণীয় করা হবে।

এ লক্ষ্যে ১০টি মেগা অবকাঠামো নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন ঘোষণাপত্রভুক্ত করা হয়েছে। সেগুলো হলো- স্বপ্নের পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, ঢাকা দ্রুত গণপরিবহন, এলএনজি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট, মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর, পদ্মাসেতু রেল সংযোগ এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১২৯.৫ কিমি রেললাইন স্থাপন।

তবে টার্গেট ২০৪১ সাল হলেও ২০৩০ সালের মধ্যেই এ সম্ভাবনা তৈরির প্রত্যাশা রয়েছে সংশোধিত ঘোষণাপত্রে।

বুলেটে নয়, ব্যালটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে উল্লেখ রয়েছে ঘোষণাপত্রে। সংবিধানে অবৈধ ক্ষমতা দখলকারীর যে সর্বোচ্চ শাস্তির কথা বলা হয়েছে, তা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকারও রয়েছে সেখানে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।