রাঙামাটি: রাঙামাটির মানিকছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় মিনি ট্রাক উল্টে পাঁচ জন আহত হয়েছেন।
রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ট্রাক ড্রাইভার মো. কাদের (৩০), মোস্তফা (৫৮), হাসান (৩৫), আলী (৫৮), মিলন বড়ুয়া (৫৬)।
স্থানীয় ইউপি মেম্বার রিটন বড়ুয়া বাংলানিউজকে জানান, সন্ধ্যায় মানিকছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের ভেতর থাকা পাঁচ জন গুরুতর আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে মিলন বড়ুয়া ও ড্রাইভার কাদেরের অবস্থা অশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এনটি