ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে ১১০ কেজি পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, অক্টোবর ২৩, ২০১৬
বরিশালে ১১০ কেজি পলিথিন জব্দ

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় তিন ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উদ্দ্যেগে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বিকেলে উপজেলার মাছ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় বানারীপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম পলিথিন মজুদ ও বিক্রয় করার দায়ে জাহাঙ্গীর স্টোরকে ১০ হাজার টাকা, আবির স্টোরকে দুই হাজার টাকা এবং ভাই ভাই স্টোরকে দুই হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় শাখার পরিচালক মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।