ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৯, জানুয়ারি ২৯, ২০১৬
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় আহত ৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুআইল সাদ্দাম মার্কেট সংলগ্ন রাস্তায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও আরোহীসহ তিনজন আহত হয়েছেন।
 
শুত্রবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



আহতদের মধ্যে রিকশাচালকের (৪০) নাম জানা যায়নি। বাকিরা হলেন- আল-আমীন হোসেন রাকীব (৩০) ও রিহান আমীন (৩৪)।

আহতরা জানান, রাজধানীর রায়েরবাগ থেকে রিকশায় করে তারা নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যাচ্ছিলেন। পথে ওই এলাকায় পৌঁছার পর একটি ট্রাক তাদের বহনকারী রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনেই আহত হন। পথচারী মাসুদ রানাসহ কয়েকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে (ঢামেক) নিয়ে আসেন। তাদের মধ্যে রিকশাচালকের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানান।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এর সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।