ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে ট্রাক চাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, জানুয়ারি ২৭, ২০১৬
গাজীপুরে ট্রাক চাপায় শিশু নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর বারতোপা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় সাব্বির হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

সাব্বির শ্রীপুর উপজেলার ফুলানীর সিট এলাকার ফায়েজ উদ্দিনের ছেলে।

সে বারতোপা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিলো।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, স্কুলে যাওয়ার পথে বারতোপা বাজার সংলগ্ন রাস্তা পার হতে গিয়ে মাটি ভর্তি একটি ট্রাকের নিচে চাপা পড়ে সাব্বির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী ওই ট্রাক ও চালককে আটক করে পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ