ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

শাহজালালে প্লেন থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, জানুয়ারি ১৯, ২০১৬
শাহজালালে প্লেন থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার (ফাইল ফটো)

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা একটি প্লেনের টয়লেট থেকে আনুমানিক ১২ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, রফিকুল ইসলাম ও রহিম।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ১১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। প্লেনটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে।

ঢাকা কাস্টমসের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বাংলানিউজকে বিষয়টি জানান। তিনি বলেন, একটি বড় চোরাচালান চক্র এই স্বর্ণগুলো এনেছে। এর সঙ্গে বিভিন্ন মহল জড়িত থাকতে পারে, যা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬/আপডেট ২০০৬
এনএ/এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।