ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীর শেওড়াপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, জানুয়ারি ১৯, ২০১৬
রাজধানীর শেওড়াপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর থানার শেওড়াপাড়ার একটি বাড়ির ৪র্থ তলার দরজা ভেঙে বৃষ্টি (২৮) নামের এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মরদেহটি উদ্ধার করা হয়।



মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বাংলানিউজকে জানান, প্রতিবেশীদের কাছ থেকে সংবাদ পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পচনশীল অবস্থায় ছিলো এবং গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি আরো জানান, ওই গৃহবধূর স্বামীর নাম সোহাগ বলে জানা গেছে। গত এক বছর ধরে তারা ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন। ধারণা করা হচ্ছে, স্বামী সোহাগ তার স্ত্রীর গলায় জখম করে হত্যা করেছেন।

স্বামী সোহাগের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এজেডএস/এনএইচএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।