ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

বিসিএসে পুনরায় মুক্তিযোদ্ধা কোটা চালুর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, জানুয়ারি ১৯, ২০১৬
বিসিএসে পুনরায় মুক্তিযোদ্ধা কোটা চালুর দাবি ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিসিএস পরীক্ষায় পুনরায় মুক্তিযোদ্ধা কোটা চালুর দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম কমান্ড।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

 

সংগঠনের সভাপতি মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব শেখ রাসেদুল হাসান হীরা, সাংগঠনিক সম্পাদক মো. শহীদ প্রমুখ।
মানববন্ধনে শেখ রাসেদুল হাসান বলেন, বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বন্ধ হয়ে গেলে মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে রাষ্ট্র চিন্তা করা ছেড়ে দেবে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় মুক্তিযোদ্ধার সন্তানরা পরীক্ষায় পাস করলেও নিয়োগ পায় না।

তাই সার্বিক বিষয় বিবেচনা করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট মুক্তিযোদ্ধা কোটা শিথিল না করে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে শূন্য পদ পূরণের আবেদন জানান তারা।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এফবি/এমআইকে/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।