ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে পোল্ট্রি ব্যবসায়ির বাড়িতে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, জানুয়ারি ১৯, ২০১৬
গাজীপুরে পোল্ট্রি ব্যবসায়ির বাড়িতে ডাকাতি

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কুলথুন গ্রামের এক পোল্ট্রি ব্যবসায়ির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা পোল্ট্রি ব্যবসায়ী ইকবাল হোসেনকে (৫০) কুপিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে।



আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ইকবাল হোসেনের ভাই গোলজার হোসেন জানান, রাত ৩টার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত ইকবাল হোসেনের বাড়িতে হানা দেয়। পরে বাড়ির কলাপসেবল গেট কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এসময় ইকবাল হোসেন বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে।

পরে বাড়িতে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা, প্রায় ১০-১২ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়।  

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।