ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে জব্বার হত্যা মামলার আসামি ৫ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২০, জানুয়ারি ১৯, ২০১৬
দিনাজপুরে জব্বার হত্যা মামলার আসামি ৫ দিনের রিমান্ডে

দিনাজপুর: সদর উপজেলার বটের হাট জামালপুর শেখপাড়া এলাকায় আলোচিত জব্বার হত্যা মামলায় মোনতাজ আলী ওরফে মন্তা (৪০) নামে এক আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।

সোমবার (১৮ জানুয়ারি) দিনাজপুর অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এহসানুল হকের আদালতে আসামি মন্তাকে হাজির করে ডিবি পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।



গত বছরের ৭ জুলাই জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে স্থানীয় বাসিন্দা জব্বারকে হত্যা করা হয়। পরদিন নিহত জব্বারের ভাগ্নে রশিদুল ইসলাম দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামি মোনতাজ আলী মন্তা। তিনি শেখপাড়া এলাকার মৃত খতির মোহাম্মদের ছেলে।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
টিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।