ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

কলারোয়ায় আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, জানুয়ারি ১৮, ২০১৬
কলারোয়ায় আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি থ্রি-পিস, শাড়ি ও চুনাপাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ভারত থেকে চোরাই পথে আনা এসব পণ্যের দাম প্রায় আড়াই কোটি টাকা।



সোমবার (১৮ জানুয়ারি) ভোরে কলারোয়া উপজেলার মুরারিকাটি এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেনের পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানা গেছে।

বার্তায় উল্লেখ করা হয়, ভোরে হাবিলদার বারেকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল মুরারিকাটি এলাকায় অভিযানে যায়। এসময় ভারত থেকে পাচার করে আনা মালপত্র বোঝাই একটি ট্রাকের পিছু নেয় তারা। একপর্যায়ে ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। পরে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে এসব থ্রি-পিস, শাড়ি ও চুনাপাথর পাওয়া যায়। যার মূল্য আড়াই কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।