ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, জানুয়ারি ১৮, ২০১৬
ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের নির্যাতনে আব্দুল গণি (৫০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।



বিজিবি ফ্লাগ মিটিং এর আহ্বান জানালেও বেলা পৌনে ১২টা পর্যন্ত সাড়া দেয়নি ভারতীয় বিএসএফ।

সোমবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে শালঝোড় সীমান্তের ৯৮৮ নম্বর সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বাড়ি শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে আব্দুল গণিসহ আট/১০ জন বাংলাদেশি শালঝোড় কাজিয়ার চর সীমান্তে গরু আনতে যান। এসময় ভারতের ঝুলুলী বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে আব্দুল গণি ও রইস উদ্দিনকে (২৫) ধরে ফেলে। পরে বিএসএফ সদস্যরা তাদের বেদম মারধর করলে ঘটনাস্থলেই আব্দুল গণি মারা যান। বিএসএফের নির্যাতনে আহত রইস উদ্দিন পালিয়ে আসতে সক্ষম হন।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন জানান, খবর পেয়ে মৃতদেহ ফেরত আনতে ও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে বেলা সোয়া ১২টা পর্যন্ত বিএসএফ এতে কোনো সাড়া দেয়নি।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।