ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

টেকনাফে পৌনে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, জানুয়ারি ১৮, ২০১৬
টেকনাফে পৌনে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে দুই দফায় ১ কোটি ৮৪ লক্ষ ৩৫ হাজার ৬শ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

সোমবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬১ হাজার ৪৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় একজনকে আটক করে বিজিবি’র সদস্যরা।

সকাল ১০টার দিকে টেকনাফে জাদিমোরার ওমর খালে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে হ্নীলার জাদিমোরা থেকে মাদক ব্যবসায়ী শাব্বিার আহমদকে (৩০) আটক করে বিজিবি’র সদস্যরা।   এসময় তার কাছ থেকে ২১ হাজার ৪৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক শাব্বির একই এলাকার মৃত জহির আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জাদিমোরা ওমর খাল দিয়ে দক্ষিণ জাদিমোরা এলাকার আব্দুল আমিন, শাব্বির আহমদ, বার্মাইয়্যা নুর মোহাম্মদ ও তার দুই শ্যালক দীর্ঘদিন ধরে ইয়াবার চালান খালাস করে আসছে। আর এসব ইয়াবা হ্নীলা-টেকনাফে পাচার করে দিচ্ছে।

বিজিবি-২ অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বাংলানিউজকে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে। অন্যদিকে ইয়াবা সহ আটক শাব্বিরকে মাদক আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।