ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ছাবেদ আলী বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, জানুয়ারি ১৮, ২০১৬
ছাবেদ আলী বস্তির আগুন নিয়ন্ত্রণে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর রায়ের বাজার এলাকার ছাবেদ আলী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।



এর আগে সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা ৩৮মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

হাজারীবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল আলিম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ৩টি ইউনিট কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনে ১টি রিকশা গ্যারেজসহ দু’টি বসতঘর পুড়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

** রাজধানীর রায়েরবাজার ছাবেদ আলী বস্তিতে আগুন

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এনএইচএফ/জেডএফ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।