সিলেট: ‘দুটি পাতা একটি কুঁড়ির দেশে উচ্ছলিত সুরমা বহমান, কলেজ কানন মদন মোহন স্বপ্নের কলতান। ’ ছন্দবদ্ধ কথামালার সঙ্গে ফেস্টুন জুড়ে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছবি।
৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘প্লাটিনাম জুবিলি’ অনুষ্ঠানে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আসছেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে প্রস্তুত সিলেটবাসী।
ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকরা প্রাণের ঐক্য দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত- বাংলানিউজকে এমনটি জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।

তিনি বলেন, সীমাবদ্ধতার মাঝে থেকেও শিক্ষক-শিক্ষার্থীরা প্রাণের ঐক্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেবো।
মদন মোহন কলেজের প্লাটিনাম জুবিলি ৭৫ বছর পূর্তি উদযাপন পর্ষদ, ২২টি উপ-পর্ষদসহ গোটা উদযাপন পর্ষদের সদস্যরা উৎসবকে সফল করে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন- জানান কলেজ অধ্যক্ষ।
এ উপলক্ষে কলেজের সামনের সড়কের লামাবাজার ও রিকাবীবাজার পয়েন্ট পর্যন্ত রাস্তার দু’পাশ প্লাটিনাম জুবিলি উৎসবের ব্যানার ফেস্টুন দিয়ে সজ্জিত করা হচ্ছে। বর্ণিল সাজে সাজছে নগরী।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দিত করা হবে- জানান অধ্যক্ষ।
অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কলেজের সব ক’টি ভবন নতুন রঙে রাঙানো হচ্ছে। সড়কের দুই পাশে প্রধানমন্ত্রীসহ বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ছবি সম্বলিত তোরণ ও ফেস্টুন লাগানোর প্রস্তুতি চলছে। সেই সঙ্গে চলছে স্মারক সংকলনের কাজ।
স্মারকগ্রন্থে বাণী থাকছে- প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, শিক্ষা সচিব, কলকাতা, ঢাকা, চট্টগ্রাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ প্রাক্তন ছাত্র-ছাত্রীর। পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের লেখাও স্থান পাবে এতে।

এছাড়াও কলেজের প্রথম ম্যাগাজিন, রজত জয়ন্তীর ম্যাগাজিন, সুবর্ণ জয়ন্তীর ম্যাগাজিন, মদন মোহন কলেজের অনিয়মিত সাহিত্যপত্র ‘ঈষিক’ থেকে কিছু লেখা পুনর্মুদ্রিত হবে বলেও জানান অধ্যক্ষ।
বিভিন্ন মেয়াদের ছাত্র সংসদের সদস্যদের গ্রুপ ছবি, নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি স্মারকে থাকবে।
প্লাটিনাম জুবিলি উৎসব উদযাপন বিষয়ে অধ্যক্ষ জানান, অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্লাটিনাম জুবিলি স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর রশিদ। সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী ও মদন মোহন কলেজ গভর্নিং বডির সভাপতি আবুল মাল আবদুল মুহিত।

বিশেষ অতিথির বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, শিক্ষা সচিব সোহরাব হোসাইন, কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাশ।
প্লাটিনাম জুবিলি উদযাপন পরিষদের সভাপতি হিসেবে ড. আবুল ফতেহ ফাত্তাহ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন।
দুপুর ১২টায় কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্লাটিনাম জুবিলি উৎসবে যোগ দেবেন।
এরপর তিনি প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জীবনী ও কর্মভিত্তিক সম্মাননা গ্রন্থ ‘প্রজ্ঞাদীপ মুহিত মানস’ এবং প্লাটিনাম জুবিলি স্মারক সংকলন ‘স্মৃতির ঝরনার কলতান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে রয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (২২ জানুয়ারি) প্রথম অধিবেশনে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)।
অধ্যক্ষ বলেন, সিলেট বিভাগের উচ্চশিক্ষা প্রসারে অনন্য বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়েছে যুগ যুগ ধরে। এখান থেকে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত অনেকে লেখাপড়া করে সাধারণ মানুষের জন্য রাজনীতি করছেন।
৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি উৎসব পালনে প্রধানমন্ত্রীর আগমন কলেজের শিক্ষার্থীদের মধ্যে যোগ করেছে নতুন আনন্দের মাত্রা। ঐতিহ্যবাহী এ কলেজটি সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলে ধরা হবে- জানান ড. আবুল ফতেহ ফাত্তাহ।
সিলেট শহরের মির্জাজাঙ্গালের ধনাঢ্য ব্যক্তিত্ব দুলাল চন্দ্র দাসের ছেলে মদন মোহন দাস। তার মৃত্যুর পর দুই ছেলে মোহিনী মোহন দাস ও যোগেন্দ্র মোহন দাস তাদের পিতার স্মৃতি রক্ষায় এক বিঘা জমিতে গড়ে তোলেন মদন মোহন কলেজ।

১৯৪০ সালের জানুয়ারিতে বাণিজ্য শাখায় ১২৫ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু এই কলেজের। বর্তমানে এ কলেজে সাড়ে দশ হাজার শিক্ষার্থী রয়েছেন। আর শিক্ষক আছেন ১শ’ ২০ জনের বেশি।
বর্তমানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রিসহ ৬টি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে। লামাবাজার মূল ক্যাম্পাস ছাড়াও নগরীর তারাপুরে কলেজের আরেকটি ক্যাম্পাস রয়েছে।
বর্তমানে কলেজটিতে আছে চারটি ভবন। পড়ালেখার পাশাপাশি কলেজটির সাহিত্য, খেলাধুলা, নাটক ও বিএনসিসি-রোভার স্কাউট কার্যক্রমেও রয়েছে আলাদা সুনাম।
মদন মোহন কলেজে জড়িয়ে আছে শহীদ সুলেমানের স্মৃতিচিহ্ন। সিলেটের প্রথম শহীদ মিনারের অবস্থানও এই কলেজে। সম্প্রতি আরেকটি দৃষ্টিনন্দন শহীদ মিনার গড়ে তোলা হয়েছে কলেজের মূল ফটকের পাশে।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এনইউ/এএসআর