ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষককে চাঁদা চেয়ে হুমকি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, জানুয়ারি ৬, ২০১৬
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষককে চাঁদা চেয়ে হুমকি সায়েদুজ্জামান

ঢাকা: রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক সায়েদুজ্জামানকে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। মোবাইলে দেওয়া হুমকিতে ৫ লাখ টাকা দাবি করা হয়েছে।



আর এ চাঁদার টাকা পরিশোধ করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে সাত দিন। এর মধ্যে টাকা দেওয়া না হলে তাকে যে কোনো স্থানে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।

সায়েদুজ্জামান বাংলানিউজকে জানিয়েছেন, মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ০১৬৮৬-৮৭৮৯২৩ ও ০১৮১১-৮২৪৭৪২ নম্বর থেকে তার মোবাইলে দু’টি কল আসে। ফোন রিসিভ করতেই তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ওই হুমকির পর থেকে ভয়ে তিনি ব্যবহৃত মোবাইলটি বন্ধ করে রেখেছেন। স্ত্রী ও দু’মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
এসআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।