ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

রাজনগরে নারীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, জানুয়ারি ৬, ২০১৬
রাজনগরে নারীকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আলেখা বেগম (৪৫) নামে এক নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচগ্রাও গ্রামে এ ঘটনা ঘটে।



স্থানীয়রা জানান, দুপুরে পাঁচগ্রাম গ্রামের এম এস জে দাখিল মাদ্রাসার পুকুরের মাটি কাটা নিয়ে মাদ্রাসার সভাপতি সাবেক মেম্বর বশির মিয়ার সঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল হান্নানের সঙ্গে কথা কাটাকাটি হয়।

ওই বিরোধের জের ধরে বুধবার বিকেলে বশির মিয়া তার লোকজন নিয়ে আব্দুল হান্নানের বাড়িতে হামলা চালায়। এ সময় আব্দুল হান্নানের খালা আলেখা বেগম এগিয়ে গেলে প্রতিপক্ষের ধারালো দা’র আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব হোসেন বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।