ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ

সরাইলের টাক্কাবালী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, জানুয়ারি ৬, ২০১৬
সরাইলের টাক্কাবালী গ্রেফতার

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের এমদাদুল হক ওরফে টাক্কাবালীকে গ্রেফতার করেছে রাজধানীর কাফরুল থানা পুলিশ।

বুধবার (০৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর পরই টাক্কাবালীকে তার ১০৬৬ নম্বর কাফরুলের বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

 

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

চমন জানান, সকালে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানাই। এর প্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এমএইচপি/এএসআর

** সরাইলের টাক্কাবালীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।