ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

আইসিডিডিআরবি’র মানবসম্পদ বিভাগের পরিচালক পদ নিয়ে রুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, ডিসেম্বর ১৩, ২০১৫
আইসিডিডিআরবি’র মানবসম্পদ বিভাগের পরিচালক পদ নিয়ে রুল

ঢাকা: আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) মানবসম্পদ পরিচালক ক্রিস্টিন ডেনহী কোন ক্ষমতা বলে পদে বহাল রয়েছেন তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রোববার (১৩ ডিসেম্বর) এ রুল জারি করেন।



আদালতে আবেদনের পক্ষে  শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।

তিনি জানান, ২০১৪ সালের ২৮ আগস্ট ক্রিস্টিন ডেনহীকে নিয়োগ দেওয়া হয়। আইসিডিডিআরবিতে নিয়োগের বয়স হলো ১৮ থেকে ৫৮ বছরের মধ্যে। কিন্তু তাকে নিয়োগ দেওয়া হয় ৫৯ বছর বয়সে। এছাড়াও এ পদের জন্য  ক্রিস্টিন  ডেনহীর শিক্ষাগত যোগ্যতা ছিল না।   এ পদের জন্য মাস্টার্স ডিগ্রির প্রয়োজন। কিন্তু তার রয়েছে মাত্র ডিপ্লোমা এবং মাস্টার্স। কিন্তু তার ব্যাচেলর ডিগ্রি নেই।

এ বিষয়টি উল্লেখ করে গত ০৬ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন আইসিডিডিআরবি’র কর্মী ডা. আযহারুল ইসলাম খান এবং ড. ফিরোজ আহমেদ।

এ আবেদনের প্রেক্ষিতে আদালত চার সপ্তাহের রুল জারি করেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।