ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নবদম্পতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নবদম্পতির মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরায় কোটবাড়ী এলাকায় রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক নবদম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মাসুম (২৫) ও ইতি খাতুন (১৯)।

মাত্র সাত দিন আগে, গত ১৯ এপ্রিল তাদে;র বিয়ে হয়।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের উত্তরে কোটবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় নবদম্পতি রেললাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তাদের। ঘটনাস্থলেই নিহত হন ইতি খাতুন। গুরুতর আহত অবস্থায় মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিবাহের পর নবদম্পতি উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। শনিবার বিকেলে তারা বেড়াতে বেরিয়ে কোটবাড়ী এলাকায় রেললাইনের পাশে সেলফি তুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মৃতদেহ দুটি হেফাজতে রয়েছে এবং নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।