ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টেকনাফে ১৮ রোহিঙ্গা উদ্ধার, পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৪, মার্চ ১৩, ২০২৫
টেকনাফে ১৮ রোহিঙ্গা উদ্ধার, পাচারকারী আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করে ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এসময় পাচার চক্রের একজন দালালকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকায়েএ ঘটনা ঘটে।  

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন এ তথ্য  নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়াদের মধ্যে ১১ জন নারী, ৫ জন শিশু এবং ২জন পুরুষ রয়েছে।  

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পাহাড়ি একটি ঝুঁপড়ি ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশে ১৮ জন রোহিঙ্গা নাগরিককে জিম্মি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করলে একজন দালালসহ রোহিঙ্গা নাগরিকদের উদ্ধার করে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক মানবপাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়:০৮৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।