ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জে পিকআপভ্যান চাপায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, নভেম্বর ১৩, ২০২৩
সুনামগঞ্জে পিকআপভ্যান চাপায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত প্রতীকী ছবি।

সিলেট: সুনামগঞ্জে পিকআপভ্যানের চাপায় মাওলানা মঈন উদ্দিন (৫০) নামের এক মাদ্রাসা অধ্যক্ষ নিহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) সকালে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ-সিলেট সড়কের পল্লিবিদ্যুতের অফিস সংলগ্ন এলাকায় এ দুঘটনা ঘটে।

নিহত মঈন সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শাহমিলন মাদরাসার অধ্যক্ষ ও সুনামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন মঈন উদ্দিন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।