ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বাইক্কা বিল বন্ধ থাকছে ৯ দিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, ডিসেম্বর ২৭, ২০২২
বাইক্কা বিল বন্ধ থাকছে ৯ দিন পাখি ও মাছের আভয়াশ্রম বাইক্কা বিল

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত হাইল হাওরের বাইক্কা বিল মোট ৯ দিন বন্ধ থাকবে। বাইক্কা বিল পাখি ও মাছের আভয়াশ্রম।

সৌন্দর্যবর্ধন ও সংস্কার কাজের জন্যই এটি বন্ধ রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বাইক্কা বিলে প্রবেশ বন্ধ রেখেছে । এ ৯ দিন বাইক্কা বিলে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।

উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বাইক্কা বিল দর্শনে আসা পর্যটকদের সুবিধার্থে ব্রিজ, টাওয়ার ও একুরিয়াম সংস্কার এবং রঙ করা হবে। এছাড়া পুরাতন ছবি পরিবর্তন করে গ্যলারিতে নতুন ছবি স্থাপন করা হবে।

হাইল হাওরের সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্য মিন্নত আলী বলেন, সংস্কার কাজ শেষ হলে বাইক্কা বিলের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। তখন দর্শনার্থীদের কাছে এ বিলটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, সংস্কার কাজ শেষ হলে আগামী ৩ জানুয়ারি দর্শনার্থীদের জন্য বাইক্কা বিল উন্মুক্ত করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।