ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, নভেম্বর ৩০, ২০২২
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা: ৪৫তম বিসিএসে ক্যাডার হিসেবে ২ হাজার ৩০৯টি পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে ১ হাজার ২২ পদে নিয়োগ দেওয়া হবে।

বুধবার কমিশনে বিশেষ সভায় এই অনুমোদনের পর রাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে শেষ হবে ৩১ ডিসেম্বর।

ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় পদ সংখ্যা অনুমোদন করেছে। এই বিসিএসে ২৩টি ক্যাডারে জনবল নিয়োগ দেওয়া হবে।

সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। ৫৩৯ জনকে এই ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন ও পুলিশ ক্যাডারে ৮০ জন নিয়োগ পাবেন।

সাধারণ বিসিএসের ক্ষেত্রে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৪, নভেম্বর ৩০, ২০২২

এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।