ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানের রাওয়ালাপিন্ডিতে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, নভেম্বর ১৬, ২০১৩
পাকিস্তানের রাওয়ালাপিন্ডিতে কারফিউ

ঢাকা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী শহর রাওয়ালাপিন্ডিতে সম্প্রদায়গত সংঘর্ষের পর কারফিউ জারি করা হয়েছে। শনিবার মধ্যরাত পর্যন্ত এ কারফিউ ‍অব্যাহত থাকবে।



শুক্রবার আশুরা উপলক্ষে শিয়া মুসলমানরা মিছিল বের করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

শিয়া ও সুন্নিদের সংঘর্ষে ৮ জন নিহত ছাড়াও আহত হয় অনেকে। অনেক দোকানপাটও পুড়িয়ে দেওয়া হয়।

শহরের রাস্তায় রাস্তায় নিরাপত্তা বাহিনী টহলরত রয়েছে এবং রাওয়ালাপিন্ডির প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে।

শুক্রবারের সহিংসতার পর যেন আবার নতুন করে সহিংসতা না ছড়ায় তার জন্য কারফিউ জারি করা হয়েছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।