ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টে ছুরিকাঘাত, আহত ১১  

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, জুলাই ২৭, ২০২৫
যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টে ছুরিকাঘাত, আহত ১১  

মিশিগানের একটি ওয়ালমার্ট সুপারমার্কেটে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন ।

মিশিগান নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে ট্র্যাভার্স সিটিতে ঘটনাটি ঘটার পর একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

নিকটবর্তী একটি হাসপাতাল জানিয়েছে, তারা ১১ জন আহত ব্যক্তির চিকিৎসা করছে। মুনসন মেডিকেল সেন্টার সোশ্যাল মিডিয়ায় বলেছে, তাদের জরুরি বিভাগে এখন স্বাভাবিকের চেয়ে বেশি রোগী রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, তিন জনের অস্ত্রোপচার চলছে।

অনলাইনে প্রকাশিত ফুটেজে ওয়ালমার্টের পার্কিং লটে একাধিক পুলিশ ও অ্যাম্বুলেন্স যানবাহন দেখা গেছে।

গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি শেরিফ অফিস নিশ্চিত করেছে যে তারা ট্র্যাভার্স সিটির ওয়ালমার্টে একাধিক ছুরিকাঘাতের ঘটনা তদন্ত করছে।

শেরিফ মাইকেল শিয়া সাংবাদিকদের জানান, সন্দেহভাজন মিশিগানের বাসিন্দা এবং সে একটি ভাঁজ করা ছুরির মতো অস্ত্র ব্যবহার করেছিল। তিনি যোগ করেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে।

এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বনজিনো বলেন, ফেডারেল কর্মীরা স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য কাজ করে যাচ্ছেন।

মিশিগানের গভর্নর গ্রেটচেন হুইটমার বলেন, তিনি এই ভয়াবহ খবরটি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগে আছেন।

তিনি বলেন, আমরা আহতদের এবং এই নৃশংস সহিংসতার শিকার সকলের সাথে আছি।

ট্র্যাভার্স সিটি ডেট্রয়েটের উত্তর-পশ্চিমে প্রায় ২৫৫ মাইল (৪১০ কিলোমিটার) দূরে অবস্থিত।

এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।