ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে হলেও স্বীকৃতি দেওয়া ‘হিতে বিপরীত’ হবে: ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, জুলাই ২৬, ২০২৫
ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে হলেও স্বীকৃতি দেওয়া ‘হিতে বিপরীত’ হবে: ইতালির প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে যখন চাপ বাড়ছে, তখন এই মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ‘হিতে বিপরীত’ হতে পারে বলে মত দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তিনি জানিয়েছেন, ফিলিস্তিন এখনো একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র নয়।

তাই একে স্বীকৃতি দেওয়ার অর্থ হবে বাস্তবতা এড়িয়ে যাওয়া।

মেলোনি বলেন, আমি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে। কিন্তু বাস্তবে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাকে স্বীকৃতি দেওয়া হলে সেটা বাস্তবতার ‘হিতে বিপরীত’ হবে। কাগজে কলমে স্বীকৃতি দিলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা ভাবার কোনো কারণ নেই।

গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আকস্মিকভাবে ঘোষণা দেন, তার দেশ শিগগিরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। চলতি বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে।

ফ্রান্সের এমন ঘোষণার পর ইউরোপের অন্যান্য দেশগুলোর ওপর চাপ বাড়লেও এক্ষেত্রে ভিন্ন অবস্থান নিয়েছে ইতালি ও জার্মানি।

শুক্রবার (২৫ জুলাই) ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি একদিন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হয়, তাহলে সেই রাষ্ট্রের উচিত হবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।

এদিকে, জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ফিলিস্তিনকে এখনই স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই তাদের। তার পরিবর্তে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কীভাবে বাস্তবায়নযোগ্য করা যায়, সেদিকেই মনোযোগ দিচ্ছে বার্লিন।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ