গ্রিসজুড়ে পাঁচটি বড় দাবানল সামাল দিতে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস। রাজধানী অ্যাথেন্স থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তরে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত একটি অঞ্চলে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
পোড়া কাঠের গন্ধ অ্যাথেন্স শহরের কেন্দ্র পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আগুন মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে গ্রিস।
দেশটিতে তাপপ্রবাহও চলছে। রোববার পর্যন্ত তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সপ্তাহের বাকি সময়জুড়েই তাপপ্রবাহ অব্যাহত থাকার শঙ্কা রয়েছে।
গ্রিসের জলবায়ু সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ইয়ানিস কেফালোইয়ানিস বলেন, দমকলকর্মীরা আহত হয়েছেন, মানুষের জীবন হুমকির মুখে পড়েছে, ঘরবাড়ি পুড়েছে, বনাঞ্চল ধ্বংস হয়েছে।
প্রচণ্ড বাতাস ও তীব্র গরম দাবানলের আগুন ছড়িয়ে দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রটেকশন মেকানিজমের কাছে অতিরিক্ত ছয়টি ফায়ারফাইটিং বিমান চেয়েছে গ্রিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দাবানলের মূল অংশ নিয়ন্ত্রণে এলেও বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে এখনও আগুন জ্বলছে।
দুই শতাধিক দমকল কর্মী, হেলিকপ্টার ও পানি ফেলার বিমান দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। এ পর্যন্ত ছয়জন দমকল কর্মী দগ্ধ ও ধোঁয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরএইচ