ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ত্রিপুরায় আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, নভেম্বর ১১, ২০১৩
ত্রিপুরায় আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন শুরু

আগরতলা (ত্রিপুরা) : তেলেঙ্গানা প্রথক রাজ্যের মর্যাদা পাওয়ার পর এবার ত্রিপুরা বিভক্তির আন্দোলন শুরু হয়েছে। আলাদা তুইপ্রাল্যান্ড রাজ্যের দাবিতে ত্রিপুরায় আমরণ অনশন শুরু করেছে আইপিএফটি নামের একটি আঞ্চলিক দল রাজনৈতিক দল।



সোমবার রাজ্যের রাজধানী আগরতলার আস্তাবল ময়দানে শুরু হয়েছে ৭২ ঘণ্টার এ আমরণ অনশন।
আইপিএফটি এর সাধারণ সম্পাদক এনসি দেববর্মা জানিয়েছেন, তারা আলাদা ত্রিপুরা রাজ্যের জন্য যত বড় আন্দোলন করার দরকার তা তারা করবেন।

এ দাবিতে ডিসেম্বর মাসে দলের সদস্যরা দিল্লিতে অনির্দিষ্টকালীন অনশন করবেন বলেও জানান তিনি।
 
ভারতের বিভিন্ন রাজ্যে আলাদা রাজ্য গঠনের দাবি নতুন ঘটনা নয়। এর আগেও একাধিকবার ত্রিপুরাকে ভেঙে পৃথক রাজ্য করার দাবি উঠেছিল। মূলত ত্রিপুরার বিভিন্ন উপজাতি সংগঠনের নেতারা এ দাবিতে স্বোচ্চার ছিলেন। এক সময় এই দাবিতে মাথা চাড়া দিয়ে ওঠে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনও।   কিন্তু নিরাপত্তা বাহিনীর ক্রমাগত অভিযান বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দুর্বল করে দেয়। আস্তে আস্তে হারিয়ে যায় তাদের আলাদা রাজ্যের দাবিও।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অন্ধ্রপ্রদেশকে ভেঙ্গে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠন করার সিদ্ধান্তে আবার দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় পৃথক রাজ্য গঠনের দাবি। আসাম ছাড়াও পশ্চিমবঙ্গে গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে অনুরূপ আন্দোলন চলছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
টিএম/জেডকে/এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।