ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কংগ্রেস বিধায়কের ৩ মাসের কারাদণ্ড

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, নভেম্বর ১১, ২০১৩
কংগ্রেস বিধায়কের ৩ মাসের কারাদণ্ড

আগরতলা(ত্রিপুরা): অস্ত্র আইনে ত্রিপুরার কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহার ৩ মাসের কারাদণ্ড হয়েছে। একই মামলায় তাকে এক হাজার টাকা জরিমানাও করেন আদালত।



সোমবার কৈলাশহরের জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন।

২০০৪ সালে কৈলাশহরের বাবুরবাজারে সিপিএম এবং কংগ্রেসের মধ্যকার সংর্ঘষে নিহত হন সিপিএমকর্মী আব্দুল হান্নান। এছাড়া সংঘর্ষের ঘটনায় বীরজিত সিনহার এক দেহরক্ষীও নিহত হন।

ঘটনার পর নিহত সিপিএমকর্মী আব্দুল হান্নানের বাবা আব্দুল রহমান খুনের অভিযোগে মামলা দায়ের করেন বীরজিত সিনহার বিরুদ্ধে। অন্যদিকে বীরজিত সিনহা তাকে হত্যার উদ্দেশে হামলার অভিযোগে মামলা করেন আব্দুল রহমানের বিরুদ্ধে।

রায়ে বিচারক গৌতম দেবনাথ বীরজিত সিনহাকে খুনের অভিযোগ থেকে মুক্তি দিলেও অস্ত্র আইনে তার ৩ মাসের কারাদণ্ড হয়।

তবে সোমবারই আদালত থেকে জামিন নেয়ায় আপাতত বিধায়ক পদ বাতিল হচ্ছেনা তার।

অপরদিকে বীরজিত সিনহাকে খুনের উদ্দেশে হামলার অভিযোগে দায়ের করা মামলায় নিহত সিপিএমকর্মীর বাবা আব্দুল রহমানের আড়াই বছরের কারাদণ্ড দেন আদালত।

ত্রিপুরাতে এবারই প্রথম কোন সিটিং এমএলএকে দোষী সাব্যস্ত করে রায় দেয়া হল।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
টিএম/জেডকে/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।