ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ভারত

পশ্চিমবঙ্গে শেষ দফায় ভোট দেবেন সাবেক ছিটমহলবাসীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, মে ৪, ২০১৬
পশ্চিমবঙ্গে শেষ দফায় ভোট দেবেন সাবেক ছিটমহলবাসীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গে ষষ্ঠ ও শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (৫ মে)। এ দফার নির্বাচনে কোচবিহার ও পূর্ব-মেদিনীপুর জেলায় ভোটগ্রহণ করা হবে।

যাতে প্রথম ভোট দেবেন সাবেক ছিটমহলবাসীরা।

ইতিমধ্যে তাদের ভোটার পরিচয়পত্র প্রদান করা হয়েছে। প্রথম ভোট প্রদানের অধিকার পাওয়ায় তাদের মধ্যে উৎসবের আবহ বিরাজ করছে।

শেষ দফার ভোট পশ্চিমবঙ্গের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত দফাগুলোয় শাসক দল ও বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এ দুই জেলায় যে দল এগিয়ে যাবে সেই দল পশ্চিমবঙ্গের বিধানসভা গড়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ৪, ২০১৬
ভিএস/এমজেডআর/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।