পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে বর্ধমানের নবাব হাট ফাগুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারকেশ্বর শিব মন্দির থেকে পূজা দিয়ে আসানসোল ফিরছিলেন যাত্রীরা। পথে একটি পণ্যবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন, সবাই বিহারের বাসিন্দা। পূজা দিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন তারা।
স্থানীয়দের অভিযোগ, সার্ভিস লেন থাকা সত্ত্বেও জাতীয় সড়কের ওপরই ট্রাকগুলো বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকে এবং পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। দুর্ঘটনার সময়ও ট্রাকটি সড়কের ওপর দাঁড়িয়ে ছিল, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পেছন থেকে ধাক্কা দেয়।
ভিএস/আরবি