ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

‘সিটবেল্ট পরিস, আমি এখন থেকে পরবো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, সেপ্টেম্বর ১, ২০১৫
‘সিটবেল্ট পরিস, আমি এখন থেকে পরবো’ শিলাজিৎ মজুমদার

গাড়ি চালানোর সময় সাধারণত সিটবেল্ট পরতেন না শিলাজিৎ। শিলাজিৎ মজুমদার, তারুণ্য মাতানো কণ্ঠশিল্পী।

থাকেন কলকাতায়। একটি ঘটনার পরে তার বোধোদয় হলো। তিনি সিদ্ধান্ত নিয়েছেন ‘এখন থেকে সিটবেল্ট পরবো’। অন্যকে বলছেনও, ‘সিটবেল্ট পরিস’।

ঘটনা ২৬ আগস্টের। ভোরবেলা। শিলাজিতের ছেলে ধী মজুমদার যাচ্ছিলো হর্স রাইডিং ক্লাসে। শিলাজিৎ যেমনটা লিখছেন ফেসবুকে, ‘বাইপাস ধরে যাওয়ার সময় রুবি থেকে ট্যাগোর পার্ক যাওয়ার পথে একটা বাস ওকে চাপা দেওয়ায়, ওর গাড়িটা রাস্তা থেকে প্রায় ত্রিশ ফুট নিচে একটা খালে পড়ে যায়। ’

কিন্তু না, গুরুতর কোনো ক্ষতি হয়নি ধীর। সে বেঁচে আছে। শিলাজিৎ বলছেন, ‘ও এখনও আছে, কারন ও সিটবেল্ট পরেছিলো’।

শিলাজিতের কণ্ঠে অভিযোগ, ‘যে বাসটা ওকে বাধ্য করেছিলো খালে পড়তে, সেই বাসের কন্ডাক্ট্রর, ড্রাইভার বা বাকি যাত্রীরাও ঘুরে তাকায়নি’। খালের পাশে কর্তৃপক্ষের পক্ষ থেকেও নেই কোনো সতর্কতামূলক সাইনবোর্ড। বলছেন, ‘ধী বেঁচে আছে। ওরাও বেঁচে থাকবে। কোনো দানব কোনোদিনই খোঁজ রাখেনা পিগমি র‌্যাট বাঁচলো কিনা। ’

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।